ড্রাগন নিয়ে গবেষণার জন্য চিঠি, সাথে ০৫ ডলার!
প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৬:৩৭
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনকে ড্রাগন নিয়ে গবেষণা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ভিক্টোরিয়া নামের ১১ বছর বয়সী এক শিশু। চিঠির সাথে শিশুটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ০৫ ডলার "উপহার"ও সংযুক্ত করে দিয়েছে। খবর বিবিসি এর।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট রেডিট'এ খবরটই প্রকাশিত হলে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
জানা গেছে, ভিক্টোরিয়া ড্রাগনদের প্রশিক্ষক হিসেবে কাজ করতে চায়। আর এজন্য নিউজিল্যান্ডে শীঘ্রই ড্রাগন বিষয়ে গবেষণার শুরু করার অনুরোধ করে সে।
চিঠি লেখার জন্য জেসিন্ডা ছোট্ট ভিক্টোরিয়াকে ধন্যবাদ জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা চিঠির উত্তরে জানিয়েছেন, এই মুহুর্তে তাঁর সরকার ড্রাগনদের বিষয়ে কোনো গবেষণা চালাচ্ছে না। তবে তিনি ড্রাগনদের ব্যাপারে নজর রাখবেন। মজা করে তিনি আরও লিখেন, ড্রাগনরা কী কোন স্যুট পরে?
সেই সাথে তিনি লিখেন, যেহেতু ড্রাগন নিয়ে গবেষণা চালানো হচ্ছে না, তাই তোমার ০৫ ডলার ফেরত দেয়া হলো।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শিশুদের কাছে দারুণ জনপ্রিয়। এর আগেও তিনি ছোট শিশুদের চিঠির জবাব দিয়েছেন।
রেডিট ব্যবহারকারী একজন খবরটি পোস্ট করে দাবি করেন, তার ছোট বোন 'জেসিন্ডাকে ঘুষ দেওয়ার' চেষ্টা করেছিল।