ঘূর্ণিঝড় ‘ফণী’র মধ্যে জন্ম, তাই মেয়ের নাম ‘ফণী’
প্রকাশ : ০৪ মে ২০১৯, ১৪:২৮
জাগরণীয়া ডেস্ক
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র তাণ্ডবের মধ্যে ভারতের উড়িষ্যায় সদ্যপ্রসূত এক কন্যা সন্তানের নাম রাখা হলো ‘ফণী’।
০৩ মে (শুক্রবার) স্থানীয় সময় সকাল ১১টার দিকে শিশুটির জন্ম হয়। এর আগে সকাল ৮টার দিকে ১৯৫ কিলোমিতার গতিবেগ নিয়ে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে ফণী।
শিশুটির মা ভারতীয় রেলওয়ের ‘কোচ রিপেয়ার ওয়ার্কশপ’র একজন সহকারী।
মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।
উল্লেখ্য, ঝড়টি উড়িষ্যা উপকূলে আঘাত হানার পর পশ্চিমবঙ্গ হয়ে শনিবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকেছে।
ঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশে ঢোকায় আশঙ্কা অনেকটাই কেটে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাসহ মধ্য ও উত্তরাঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস দেওয়া হয়েছে।