বুর্জ খলিফায় লাল-সবুজের বাংলাদেশ
প্রকাশ : ২৭ মার্চ ২০১৯, ১৩:৩৫
বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হলো বাংলাদেশের পতাকার রঙে লাল-সবুজের আলোক সজ্জা।
স্থানীয় সময় ২৬ মার্চ (বুধবার) রাত ৯ টা ৪০ মিনিটে লাল-সবুজে সেজে উঠে বুর্জ খলিফা। ২৫ সেকেন্ড স্থায়ী এই আলোকসজ্জাকে দেখতে দূর দূরান্ত থেকে ভীড় করেন প্রবাসীরা। এসময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাসে মেতে উঠেন। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখর করে তোলেন। প্রবাসীরা এ সম্মাননার জন্য আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানান। বিশেষ করে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের প্রশংসা করেন তারা।
দুই হাজার ৭১৬ ফুট উচ্চতার বুর্জ খলিফা নামের এই ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ১৬৯ তলাবিশিষ্ট ভবনটি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহইয়ানের নামে নামকরণ করা হয়েছে। বিভিন্ন দেশের জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোকসজ্জার মাধ্যমে একাত্মতা পোষণ করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাংলাদেশও ফুটে উঠলো বুর্জ খলিফার দেয়ালে।