চার কোটি টাকার ঠোঁট!

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৯, ২৩:৫২

জাগরণীয়া ডেস্ক

ঠোঁটের সাজসজ্জায় ১২৬টি হীরা বসিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান মেকআপ শিল্পী ক্লেয়ার ম্যাক। ইতিমধ্যে সবচেয়ে দামি লিপ আর্ট হিসেবে এটি স্থান পেয়েছে‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’ কেকর্ডসে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ার বিখ্যাত জুয়েলারি সংস্থা রোসেনডর্ফ ডায়ামন্ডস তাদের অর্ধশত বর্ষে  এই  ‘ঠোঁটের সাজ’টি তাদের ইনস্টাগ্রামে পোস্ট করেন। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। 

মেকআপ শিল্পী ক্লেয়ার ম্যাক জানান, প্রথমে ব্ল্যাক ম্যাট লিপস্টিক ও পরে মেকআপের কৃত্রিম আঠা দিয়ে হীরাগুলোকে মডেলের ঠোঁটে স্থাপন করা হয়েছে। কাজটি করতে সময় লেগেছে আড়াই ঘণ্টা। অবাক করা এই লিপ আর্টের মডেল হয়েছেন চার্লি অক্টাভিয়া। ২২.৯২ ক্যারেট ওজনের হীরা এই সজ্জায় ব্যবহার করা হয়েছে। ১২৬টি হীরা দিয়ে সাজানো ওই ঠোঁটের পেছনে খরচ হয়েছে প্রায় ৪ কোটি টাকা। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত