৮৪ বয়সীর প্রেমিকের ২৫ বছর বয়সী প্রেমিকা

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৬, ১৮:৫৫

জাগরণীয়া ডেস্ক

লাইলি-মজনু, শিরি-ফরহাদ, রাধা-কৃষ্ণ পৃথিবীতে প্রেমের এক অসাধারন দৃষ্টান্ত রেখে গেছেন। প্রেম মানে না কোন বাধা, কোন বয়স। যা আরেকবার প্রমান করলেন ৮৪ বয়সী হলিউড কমেডিয়ান অভিনেতা জিমি আর চেক প্রজাতন্ত্রের ২৫ বছর বয়সী তরুণী অ্যামি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এবার চলছে বিয়ের তোড়জোড়।

বছর পাঁচেক আগে স্ত্রী ভেলোরিকে হারিয়েছেন জিমি। শোকে বিমর্ষ হয়ে পড়েছিলেন ৮৪ বছরের এই তারকা। তাঁর জীবনে যে আবার প্রেমের আবির্ভাব হবে, কল্পনাও করতে পারেননি জিমি। অ্যামিকে পেয়ে তাই বেজায় খুশি জিমি প্যাটন।

ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন জিমি। তাতে কমেন্ট করেন অ্যামি ফিলিপ্স। এটাই ছিল শুরু। তারপর প্রেম। পরে বিয়ের প্রস্তাব আসে স্বয়ং অ্যামির কাছ থেকেই। যা শুনে কিছুটা আশ্চর্য হয়েছিলেন জিমি।

অ্যামির বাবা জনের বয়স ৬৮। অ্যামিকে যে তিনি বিয়ে করতে যান, সেকথা জনকেই জানিয়েছেন জিমিই। বাদ সাধেননি জনও। ফলে বেগ পেতে হয়নি প্রেমিক যুগলকে। এরপর দু’জনের ফেসবুক অ্যাকাউন্ট জুড়ে শুধুই রোমান্টিক ছবি। বিয়েতে মত দিয়েছেন অ্যামির আত্মীয়রাও। এমনকি রাজি জিমির মেয়েও। তবে কবে তারা বিবাহ বন্ধনে আবন্ধ হচ্ছেন সেটা এখনো কবে ঠিক করতে পারেননি তাঁরা।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত