‘আদর্শ বউ’ হওয়ার কোর্স চালু!

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৮

জাগরণীয়া ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশের ভোপালের বরকাতুল্লাহ বিশ্ববিদ্যালয়ে ‘আদর্শ বউ’ তৈরির জন্য তিন মাসের একটি কোর্স চালু করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কোর্সে ভালো বউ কীভাবে হওয়া যায় এবং এর জন্য কী কী করতে হবে, তার বিস্তারিত পড়ানো হবে। প্রাথমিকভাবে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও উইমেন স্টাডিজ বিভাগে চালু হবে এই কোর্স। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডি সি গুপ্তা জানান, এই কোর্সের প্রধান লক্ষ্যই হলো বিয়ের পর নারীদের সব পরিস্থিতি এবং সব রকম মানুষের সঙ্গে মানিয়ে নেয়ার পাঠ দেওয়া।

উইমেন স্টাডিজ বিভাগের অধ্যাপক আশা শুকলা এমন কোর্সের প্রয়োজনীয়তা দেখেন না। এক শিক্ষাবিদ বলেন, বরকাতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত। তাদের চিন্তা হওয়া উচিত পরীক্ষা, ক্লাস এবং এ-সংক্রান্ত বিষয় নিয়ে।

এদিকে, এই কোর্সের সমালোচনা করে উইমেন স্টাডিজ বিভাগের অধ্যাপক আশা শুকলা বলেন, এমন কোর্সের প্রয়োজনীয়তা দেখেন না। 

আরেক শিক্ষাবিদ বলেন, বরকাতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের উচিত অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দেওয়া। পরীক্ষা, ক্লাস এবং এ-সংক্রান্ত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও মনযোগী হওয়া উচিত।

আগামী শিক্ষাবর্ষ থেকে এ কোর্স চালু হবে। প্রথম ব্যাচে ৩০ জন নারী ‘আদর্শ বউ’ হওয়ার কোর্সে পড়ার সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত