ইন্দোনেশিয়ার বালিতে নেমে আসছে নীরবতা!
প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ২৩:০০
মাত্র ২৪ ঘন্টার জন্য নীরব হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার বালি।
আগামি ১৭ মার্চ (শনিবার) এক দিনের জন্য নীরব থাকবে ইন্দোনেশিয়ার বালি। বন্ধ থাকবে বালি দ্বীপের সকল টেলিফোন সেবা। সেই সাথে ইন্টারনেট সেবাও বন্ধ থাকবে। শুধু তাই নয়, ১ দিনের জন্য বন্ধ থাকবে স্থানীয় বিমানবন্দরও। এরই মধ্যে বিমানবন্দর বন্ধ থাকার সময়টাতে ২৪৪টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ২৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা নিওমান সাজায়ম বলছেন, নীরবতার দিনটি পালনের জন্য টিভি এবং রেডিও সম্প্রচারও বন্ধ থাকবে।
কিন্তু কী কারণে নীরব হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার পর্যটক আকর্ষণীয় দ্বীপ শহর বালি। কারণ, শনিবার বালি হিন্দু সম্প্রদায় পালন করতে যাচ্ছে তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান 'নিয়েপা'। এই দিনটিতে বালি দ্বীপের হিন্দু জনগোষ্ঠী নীরবতার দিন হিসেবে পালন করে থাকেন।
ইন্দোনেশিয়ান হিন্দু সোসাইটির প্রধান এনগুরা সুদাইনা বলেন, মূলত বাইরের সব কিছু বন্ধ করে দিয়ে নিজের প্রতি দৃষ্টিপাত করার লক্ষ্যেই এই ঐতিহ্যবাহী 'নিয়েপা' দিবসটি পালন করা হয়।
সূত্র: বিবিসি বাংলা