কলকাতার বুকে নেমে এসেছে চাঁদ!
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৫
জাগরণীয়া ডেস্ক
যে চাঁদ বরাবরই আমাদের নানা রকমের কল্পনার রাজ্যে নিয়ে গিয়েছে, সেই চাঁদই এবার ভারতের কলকাতার মাটিতে নেমে এসেছে। ব্রিটিশ শিল্পী লিউক জেরামের বানানো রেপ্লিকার মাধ্যমে। যার নাম- ‘মিউজিয়াম অব দ্য মুন’। নাসার ইমেজ ব্যবহার করে ওই রেপ্লিকা বানানো হয়েছে। সেই চাঁদ দেখে বিভ্রম হতে বাধ্য, তা আসল নাকি নকল চাঁদ!
১৭ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা থেকে ভিক্টোরিয়া প্রাঙ্গণে এই চাঁদ উপভোগ করছেন কলকাতাবাসী। ভিক্টোরিয়া মেমোরিয়াল সূত্রের খবর, ঐ চাঁদের প্রতি সেন্টিমিটার চন্দ্রপৃষ্ঠের পাঁচ কিলোমিটারের সমান। চাঁদের গহ্বর, চন্দ্রপৃষ্ঠের হুবহু প্রতিকৃতি দিয়ে বানানো হয়েছে এই রেপ্লিকা। সমস্যা একটাই এই চাঁদের নিজস্ব আলো রয়েছে। আর সেখানেই আসল চাঁদের সাথে পার্থক্য করে দিয়েছে এই রেপ্লিকা।
সূত্র: আনন্দবাজার