হোটেলে বিছানার চাদর সাদা হয় কেন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৮, ২১:৪৬
জাগরণীয়া ডেস্ক
সাদা রঙ মানুষের মনে শুভ্রতা এবং পরিচ্ছন্নতার কথা ভাবায়। তাই হোটেলের বিছানার চাদর অধিকাংশ ক্ষেত্রেই সাদা হয়।
ওয়েস্টিন এবং শেরাটন হোটেলের ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন এরিন হুভার হাফিংটন পোস্টকে বলেন, দৃষ্টিগত ভাবে সাদা চাদরের ধারণাটি বেশ গুরুত্বপূর্ণ। সাদা বিছানার চাদর বিলাসীতা এবং রাতের ভালো ঘুমের ইঙ্গিত করে। তাছাড়া বিছানার চাদরটি ধবধবে সাদা দেখে হোটেলে আসা অতিথিরা ভাবেন, সেটি সদ্য পরিষ্কার করা এবং এখনো ব্যবহার করা হয়নি।
হোটেলে বিছানার চাদর ছাড়াও তোয়ালে এবং বাথরোবেও সাদা রঙ ব্যবহার করতে দেখা যায়। এর একটি বাস্তব উদ্দেশ্যে রয়েছে- বিছানার চাদর, তোয়ালে, বাথরোব অর্থাৎ সব কাপড় একসঙ্গে পরিষ্কার করা সম্ভব হয় কম সময়ে।