বিশ্বের সবচেয়ে বড় ডুবন্ত গুহা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:১১

জাগরণীয়া ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ডুবন্ত গুহার সন্ধান পাওয়া গিয়েছে মেক্সিকোয়। 

মায়া সভ্যতার রহস্য উন্মোচনে ইউকাতান পেনিনসুলার তলদেশে অভিযান চালাচ্ছে একদল অভিযাত্রী আর তাদের প্রজেক্টের নাম গ্রান অ্যাকিউফেরো মায়া (GAM)। গেম এর একজন ডুবুরি আবিস্কার করেছেন ৩৪৭ কিলোমিটার দীর্ঘ এই গুহা।

গেম জানায়, এর আগে তুলুম বিচ রিসর্টের কাছে স্যাক অ্যাক্টন নামে একটি গুহার সন্ধান পাওয়া যায়। তার দৈর্ঘ্য ছিল ২৬৩ কিলোমিটার। এমন আরো একটি গুহা দস ওজোসের দৈর্ঘ্য ৮৩ কিলোমিটার।

গেম ডিরেক্টর ও আন্ডারওয়াটার আর্কিওলজিস্ট গুয়েলিরমো দে আনদা জানিয়েছেন, স্পেন দক্ষিণ আমেরিকার এই জায়গা দখলের আগে জায়গাটি মায়া সভ্যতার অন্তর্গত ছিল। মায়া সভ্যতা সবসময়ই রহস্যে ঢাকা। এই গুহার সন্ধান পাওয়ার পর মায়া সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আরো একটি নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত