‘আমার দিকে এগিয়ে আসছিল শিশু ভূত’

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৭, ০০:৩৭

জাগরণীয়া ডেস্ক

ভূত থাকুক বা না থাকুক, ভূতের অলৌকিক গল্প শুনলে ভয়ে আত্মায় পানি হয় না এমন লোক খুবই কম পাওয়া যাবে। অনেকের আবার ভূতের নাম শুনলেই ভয়ে বুকটা কেঁপে উঠেও বটে।

সম্প্রতি নিউইয়র্কের বাসিন্দা অ্যাডাম এলিস একটি ছবি প্রকাশ করে জানিয়েছেন, তার বেডরুমে হানা দিয়েছিল এই ভৌতিক শিশু। তাকে তাড়া করেছিল ওই মৃত শিশুর ভূত। তাকে খুন করতে চাওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। আর এই ঘটনায় তিনি রীতিমত আতঙ্কিত।

তার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি আরও বলেছেন, যখনই তিনি চোখ বন্ধ করছে, ততবারই তার দিকে এগিয়ে আসছিল একটা ভূতুড়ে শিশুর মাথা। এমনই দৃশ্য দেখতে পেয়ে চেয়ারে তাঁর হাত-পা অবশ হয়ে এসেছিল। তাই তিনি সেখান থেকেই ছবি তুলতে শুরু করেন। তিনি ভেবেছিলেন, যদি ওই শিশু তাঁকে মেরে ফেলে তাহলে অন্তত প্রমাণ হিসেবে ছবিগুলি তাঁর ফোনে রয়ে যাবে। ধীরে ধীরে সেটি এগিয়ে আসতে থাকে তাঁর চেয়ারের দিকে। এরপরই তাঁর ঘোর কেটে যায়। চমকে উঠে দেখেন সামনে কিছু নেই।

তবে, ফোনটি হাতে নিয়ে দেখেন ছবিগুলি একেবারে সত্যি। আর সেই ছবিই প্রকাশ করেছেন অ্যাডাম। 

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত