জার্মানিতে বোমাসাদৃশ বেগুন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৭, ১৯:৪৪
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/11/05/image-12568.jpg)
গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে জার্মানির কার্লসরু শহর থেকে পুলিশ এক জরুরি ফোনকল পায়। কলটি করেছিলেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি পুলিশকে বলেন, তার বাড়ির পেছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা দেখা যাচ্ছে। ফোনকলটি পেয়ে পুলিশ দ্রুত সেখানে যায়।
পুলিশও প্রথমে ওই বস্তুটিকে বোমা বলেই মনে করে। ৪০ সেন্টিমিটার দীর্ঘ গাঢ় রঙের বস্তু সেটি। পরে আরও গভীরভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করে পুলিশ নিশ্চিত হয়, সেটি আসলে বোমা নয়। বোমাসদৃশ বস্তুটি আসলে একটি বেগুন।
ফেসবুকে কার্লসরু পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অপরিচিত কেউ ওই বৃদ্ধার বেড়ার ওপর দিয়ে এটি ছুড়ে ফেলে। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রায় পাঁচ কেজি ওজনের ওই বেগুন অভিযোগকারী নষ্ট করে ফেলেন।
সূত্র: এনডিটিভি