বয়স ৪১ কিন্তু দেখতে ২০ তাই সংগীতশিল্পীকে আটক!

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৭, ১৮:২৩

জাগরণীয়া ডেস্ক

সংগীতশিল্পী নাটালি জেনকিভ। তিনি লামা নামে ব্যান্ডের সঙ্গে যুক্ত থাকায় সেই ব্যান্ডের নামেই বেশি পরিচিত।

সম্প্রতি ইউক্রেনে প্রবেশের সময় ৪১ বছর বয়সী এ নারীকে বিমানবন্দরের পাসপোর্ট কন্ট্রোল বিভাগ আটক করে। শুধু আটক নয়, তাকে রীতিমতো গ্রেপ্তার করে জেরা শুরু করে তারা।

তাঁর অপরাধ, পাসপোর্টে ৪১ বছর বয়স লেখা থাকলেও তিনি দেখতে ২০ বছর বয়সীদের মতোই। আর এ জন্যে পাসপোর্ট দপ্তরের কর্মকর্তারা বিশ্বাস করতে পারেননি যে, এই নারী তাঁর নিজেরই পাসপোর্ট ব্যবহার করছেন। তারা ভেবেই নিয়েছিলেন নাটালি জেনকিভ নামের ওই নারী তার থেকে অন্তত কুড়ি বছরের বড় কোনো নারীর ছবি-পাসপোর্টে ব্যবহার করেছেন।

এই অপরাধে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিমানবন্দরের অন্য ব্যক্তিরাও তাকে চিহ্নিত করে এগিয়ে এসে অটোগ্রাফ নিতে চাইলে কর্মকর্তাদের ভুল ভাঙে।

নাটালি ব্যান্ড গায়িকা। লামা নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত তিনি।

তুরস্কে ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন এই সংগীতশিল্পী। সেই সময়ই বিমানবন্দরে তাকে আটকানো হয়। নাটালি জানিয়েছেন, তাকে কিছুটা কম বয়সি দেখায় সেটা তিনি জানেন। অনেকে এ জন্য প্রশংসাও করে। কিন্তু এ জন্য যে এয়ারপোর্টে আটক করা হবে, তা অবিশ্বাস্য।

সূত্র: এমএসএন

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত