বানানে মিল, প্রধানমন্ত্রীকে গুগলে খুঁজলে মিলছে পর্নতারকা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৬, ০১:১২
কোন বিখ্যাত ব্যক্তিকে অনলাইনে অনুসন্ধান করার জন্য গুগল সার্চই উৎকৃষ্ট পন্থা। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে চলেছেন টেরেসা মে। কিন্তু তাকে গুগলে খুঁজতে গিয়ে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ অনুসন্ধানের পর যার ছবি ভেসে উঠছে পর্দায়, তিনি একজন নামকরা পর্নতারকা। হবু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার নামের বানানে তফাৎ শুধু একটা ‘এইচ’।
হবু ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইংরেজি নামের বানান হচ্ছে Theresa May। গুগলে সার্চে গিয়ে অনেকেই ভুল করে বাদ দিয়েছেন টি-এর পরের-এইচ। ফলে তাদের সামনে হাজির হচ্ছেন, রগরগে সব নামকরা যৌন চলচ্চিত্রে অভিনয় করা পর্নতারকা Teresa May।
ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার, যিনি লৌহমানবী হিসেবে খ্যাত ছিলেন। টেরেসা মে হতে চলেছেন যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। প্রায় বিনা প্রতিযোগীতায় প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। কিন্তু গুগল সার্চে বানানের গোলমালে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে তাকে।
তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা