ধর্ষকদের তালিকা প্রকাশ করবে ভারত

প্রকাশ : ০৩ মার্চ ২০১৭, ১৮:১৪

জাগরণীয়া ডেস্ক

ভারতের রাজ্যে কারা কারা ধর্ষণের সঙ্গে জড়িত ও যৌন নির্যাতনকারী, তা এবার ঢাকঢোল পিটিয়েই ঘোষণা করবে কেরল সরকার। প্রথমবারের মতো দেশটিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যৌন নির্যাতনের অভিযোগে আগে যাদের শাস্তি হয়েছে, এখন যারা দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের সকলের নামের একটি তালিকা বানিয়ে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।  

কেরলের রাজ্যপাল অবসরপ্রাপ্ত বিচারপতি পি সথাশিবম ১ মার্চ (বুধবার) রাজ্য বিধানসভায় এ কথা জানিয়েছেন।  

বিচারপতি পি সথাশিবম বলেছেন, ওই তালিকায় রাজ্যের যৌন নির্যাতনকারীদের নামধাম, ঠিকানাসহ তাদের খুঁটিনাটি বিবরণ জানিয়ে দেওয়া হবে। আর যাতে রাজ্যের মানুষ সে সম্পর্কে একেবারেই অন্ধকারে না থাকেন, সেজন্য সরকারি ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হবে।

রাজ্যের চতুর্দশ বিধানসভার চতুর্থ অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ দিন কেরলের রাজ্যপাল বলেন, দেশে এমন পদক্ষেপ এই প্রথম। যারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, সিপিএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট তাদের জন্য একটি আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করবে। 

প্রসঙ্গত, কোচিতে শ্যুটিং সেরে ফেরার পথে সম্প্রতি এক অভিনেত্রী অপহৃত হন। তাকে যৌন নির্যাতনও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার পরপরই এ দিন রাজ্য বিধানসভায় এই ঘোষণা কেরলের রাজ্যপালের। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত