ভারতে এবার গোমূত্র গবেষণা বিশ্ববিদ্যালয়!

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪০

জাগরণীয়া ডেস্ক

যখন ভারতীয়দের গোমূত্র পানের সংবাদ উঠে এসেছে বিশ্ব মিডিয়ায়। যখন ভারতীয় হিন্দু সম্প্রদায়ের গো প্রেম নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে তখন যেনও সেই আলোচনার আগুনেই নতুন করে ঘি ঢেলে দিলো গৌসেবা আয়োগ। ভারতে গোমূত্রের দাম গরুর দুধের চেয়ে বেশি এটা পুরানো খবর। এবার আরেক চমক লাগানো খবর হলো-গোমূত্র নিয়ে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হতে যাচ্ছে দেশটিতে। 

গরুর দুধ, গোমূত্র ও গোবর নিয়ে ডিপ্লোমা ও গবেষণা চালুর জন্য হরিয়ানা সরকারকে প্রস্তাব দিয়েছে গৌসেবা আয়োগ।

আয়োগের চেয়ারম্যান ভানি রাম মঙ্গলা এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিগগিরিই আলোচনা করবেন বলে জানা গেছে।

ভানি রাম বলেন, আমরা গোবর ও গোচানা নিয়ে গবেষণা করতে চাই। এতে যুব সম্প্রদায়ের চাকরির সুযোগ বাড়বে। তাছাড়া গরু থেকে বেশি বেশি দুধও পাওয়া যাবে বলে দাবি তার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত