বার্সেলোনায় সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ২২:৫৭

জাগরণীয়া ডেস্ক

বার্সেলোনায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে হামলার ঘটনায় পুলিশ যে সন্দেহভাজনের নাম ও ছবি প্রকাশ করেছে সেই দ্রিস ওকাবির আত্মসমর্পণ করেছেন। কেবল তাই নয়, এ ঘটনায় নিজের সংশ্লিষ্টতার অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। ওকাবিরের দাবি, হামলার আগে তার পরিচয় সংক্রান্ত কাগজপত্র চুরি হয়ে গিয়েছিল। পরে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য, পুলিশও বলছে যে গাড়িচালককে খোঁজা হচ্ছে তিনি দ্রিস ওকাবির নন।

স্থানীয় সময় ১৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও প্রায় ১০০ জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার পর গাড়িচালক গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পালিয়ে যায়। হামলার পর পরই পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে দ্রিস ওকাবিরের নাম ও ছবি প্রকাশ করে। মরক্কো বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ওই তরুণ স্পেনের মার্সেই শহরে বাস করতেন।

স্পেনের সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়, হামলায় ব্যবহৃত সাদা রঙের ফিয়াট গাড়িটি দ্রিস ওকাবির ভাড়া নিয়েছিলেন। বার্সেলোনা থেকে ২৫ কিলোমিটার দূরের একটি শহরের রেন্ট-এ-কার থেকে গাড়িটি ভাড়া নেওয়া হয়।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার বিভিন্ন খবরে বলা হয়, ওকাবির অনলাইন ও মিডিয়ায় সন্দেহভাজন হিসেবে নিজের ছবি দেখে আত্মসমর্পণ করেছেন। পুলিশ কর্মকর্তাদের তিনি বলেছেন, হামলার আগেই তার পরিচয়পত্র চুরি হয়ে যায় এবং তিনি এ হামলার সঙ্গে জড়িত নন। পরে কাতালোনিয়ার রিপোল শহরের পুলিশ তাকে গ্রেপ্তার করে। কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশের সদস্য জোসেফ লুইস ট্রাপেরো বলেন, যে গাড়িচালককে খোঁজা হচ্ছে দ্রিস ওকাবির সেই গাড়িচালক নন।

দ্রিস ওকাবিরের ফেসবুক পেজের তথ্যকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, দ্রিস এক সময় মার্সেই শহরে বাস করতেন। পরে কাতালোনিয়ার রিপোলে চলে যায়। ওই ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, তিনি র‌্যাপ গান পছন্দ করেন। প্রিজন ব্রেক নামের একটি টিভি সিরিয়ালও তার পছন্দের। আরব তথা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সেনাদের দমন-পীড়নে তার ক্ষোভ প্রকাশ পেয়েছে ফেসবুকে দেওয়া একটি ছবি ও তার বর্ণনায়। কয়েক মাস আগে ইহুদিবাদের সমালোচনা করে প্রচারিত একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত