১০ বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালো ৭১ ফাউন্ডেশন

প্রকাশ : ০১ এপ্রিল ২০১৮, ০০:৪৩

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শহীদ জননী জাহানারা ইমামসহ ১০ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছে ৭১ ফাউন্ডেশন। 

৩১ মার্চ (শনিবার) রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে এ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযোদ্ধা কর্নেল শওকত আলী এমপি।  এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান প্রমুখ। ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: খালেদ শওকত আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। 

২০১৫ সাল থেকে ৭১ ফাউন্ডেশন নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে আসছে।

এবছর জাহানারা ইমাম ছাড়াও বীর মুক্তিযোদ্ধা রওশন আরা রহমান, শেফালী দাস, কল্যাণী ঘোষ, ইলা দাস, ডা. লায়লা পারভীন বানু, সৈয়দা সালমা হক, মুকুল মজুমদার দীপা, সাঈদা কামাল, আনোয়ারা বেগম আনু এবং ডালিয়া নওশিনকে সম্মাননা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত