তথ্য প্রযুক্তি আইনে মামলা

মাহির সাবেক স্বামী শাওন মুক্ত

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:১০

জাগরণীয়া ডেস্ক

চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহির দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলা থেকে সাবেক স্বামী শাহরিয়ার ইসলাম শাওনকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

২৫ এপ্রিল (মঙ্গলবার) ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম পুলিশের প্রতিবেদন গ্রহণ করে ওই আদেশ দেন। শুনানির আগে শাওন ট্রাইব্যুনালে হাজির হন। তবে মাহি আদালতে আসেননি।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম জানান, তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর হয়েছে। মাহির সাবেক স্বামী শাওনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তথ্যগত ভুলের কারণে মামলাটি দায়ের হয়েছে মর্মে চলতি বছরের গত ২৯ জানুয়ারি তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সোহরাব মিয়া শাওনকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের ১৫ মে শাওনের বাসায় রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে শাওন ও মাহির বিয়ে হয়। বিয়ের পরের এক মাসের মধ্যে মাহি চলচ্চিত্রে কাজ শুরু করেন। শাওনের পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে উভয়ে আলাদা থাকা শুরু করেন। পরে তাদের মধ্যে খোলা তালাক হয়। বিয়ের পর উভয়ের অন্তরঙ্গ ছবি শাওনের ফেসবুক আইডিতে পোস্ট হয়েছে, যা তিনি সরল বিশ্বাসে করেছেন। মাহি পরে অন্যজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় ছবিগুলো নজরে আসায় ভুল-বোঝাবুঝি হয়। যার ফলে মামলাটি দায়ের হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত