অপুকে কোলে নিয়ে শ্যুটিং এ মাহি
প্রকাশ : ২৩ জুন ২০১৬, ২০:৪১
জাগরণীয়া ডেস্ক
সহজসরল ভালো মানুষ হিসেবে এরই মধ্যে পরিচিত হয়ে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু। বিয়ের আসরেও অপুর সাধাসিধে আচরণ সবাইকে মুগ্ধ করেছে। এর আগেও স্বামী অপুকে নিয়ে অনেক ছবি পোষ্ট করেছে মাহি। তবে গতকাল পোষ্ট করা একটি ছবি নজর কেড়েছে অনেকের। ছবিতে দেখা যায় গাড়িতে করে শ্যুটিং এ যাচ্ছেন মাহি। আর মাহির কোলে মাথা রেখে ঘুমাচ্ছে অপু।
ছবির ক্যাপশনে মাহি লেখেন, ‘আজকে রাস্তার জ্যামগুলোও কেন যেন সুন্দর।।।
এত দিন আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে শুটিং-এ যেতাম, আজকে উনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে শুটিং-এ নিয়ে যাচ্ছে। অপু, তুমি একটু আস্তে নাক ডাকবা plsss by the way life is beautiful.... let it be!!!’