যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস, রায় প্রকাশ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:১২

জাগরণীয়া ডেস্ক

‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড’ এমন পর্যবেক্ষণ দিয়ে গত ফেব্রুয়ারি মাসে দেয়া আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে। ২৪ এপ্রিল (সোমবার) এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। ৯২ পৃষ্ঠার রায়টি প্রধান বিচারপতি নিজেই লিখেছেন।

রায়ের সঙ্গে একমত পোষণ করেছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হুসেইন হায়দার।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ সংক্ষিপ্ত আকারে আসামির আপিল খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের এ রায়  ঘোষণা করেন।

এই রায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত হলো, যখন মৃত্যুদণ্ড সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়, এর মানে অপরাধীকে তার স্বাভাবিক জীবনকাল আমৃত্যু কারাবাসে থাকতে হবে।

২০০১ সালে সাভারে জামান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০০৩ সালে দ্রুত বিচার আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের দণ্ড বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা। ওই আবেদনের শুনানি শেষে ওই তিনজনের মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন দণ্ড দেন আদালত।

এ বিষয়ে রায় প্রকাশিত হওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ডই হবে। আগে এসব আসামিকে দ্বীপান্তর করা হতো। এটা যখন উঠে গেল, তখন যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করা হলো। এখন সময় বিবেচনা করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত