নড়াইলে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ : ১৭ মার্চ ২০১৭, ১৫:১০

জাগরণীয়া ডেস্ক

নড়াইলে মিতালী বেগম নামে এক স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফারুক শেখকে (৩০) সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

১৫ মার্চ (বুধবার) দুপুরে নড়াইলের দায়রা জজ মো. আবুল বাশার মুন্সী জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪সালের ২৮মার্চ রাতে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের আ. জলিল শেখের ছেলে ফারুক শেখ স্ত্রী মিতালীকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মামা ইকবাল শিকদার বাদি হয়ে ফারুক শেখসহ চারজনকে আসামি করে ২০১৪সালের ১ এপ্রিল কালিয়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সজল হোসেন দীর্ঘ তদন্ত শেষে ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ৯জনের সাক্ষ্য শেষে ফারুকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ফারুক শেখ বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত