৮ মে পর্যন্ত পলিন হত্যা মামলা মুলতবি

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৭, ১৪:১৭

জাগরণীয়া ডেস্ক

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী পলিন হত্যা মামলা ময়মনসিংহ বিচারিক আদালতে চলবে সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানি আগামী ৮ মে (সোমবার) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। 

১২ এপ্রিল (বুধবার) সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আসামি পক্ষের আবেদনের ভিত্তিতে এ দিন ধার্য করেন।

এর আগে ৬ এপ্রিল (বৃহস্পতিবার) ক্যাডেট শর্মিলা শাহরিন পলিন হত্যার অভিযোগে ময়মনসিংহের বিচারিক আদালতে সেনাবাহিনীর মেজর নাজমুলসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলা চলবে বলে রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহমুদুল হকের সমম্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে ২০১৩ সালের ২২ মে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ৩ মার্চ (শুক্রবার) ময়মনসিংহের জজ আদালত মেজর নাজমুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অন্য চার অভিযুক্ত হলেন ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন, নন কমিশন্ড অফিসার মো.ওশেরুজ্জামান, হোস্টেলের আয়া হেনা বেগম ও মেজর মনির আহমেদ চৌধুরী।

পাঁচ আসামির মধ্যে মেজর নাজমুলসহ চারজন জামিনে রয়েছেন। মেজর মনির পলাতক।

উল্লেখ্য, ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা শাহরিন পলিনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিনই ময়মনসিংহ কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করেন কলেজের প্রিন্সিপাল খাদেমুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত