সিলেট সীমান্তে ভারতের সতর্কতা

প্রকাশ : ২৭ মার্চ ২০১৭, ১৩:৫১

জাগরণীয়া ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি ‌এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘিরে সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’ চলছে। এ পরিস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নজরদারি বাড়িয়েছে।

শিলংয়ে বিএসএফ এর আসাম-মেঘালয় কমান্ড বেইজের একজন কর্মকর্তা বলেছেন, সিলেটের ওই অভিযানের কারণে জঙ্গিরা পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বলে তারা মনে করছেন। এ কারণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশে যখন তারা চাপে থাকে তখন ভারতে ঢোকার চেষ্টা করে বলে আমরা আগের অভিজ্ঞতায় দেখেছি। এটা একটা সাধারণ প্রবণতা। এ কারণেই আসাম-মেঘালয় সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। ”

আসাম গোয়েন্দা পুলিশের প্রধান পল্লব ভট্টাচার্য বলেন, গত ছয় মাসে ‘বাংলাদেশ থেকে প্রবেশ করা ৭০ জনের বেশি জঙ্গিকে’ আটক করেছে আসাম পুলিশ। আমাদের কেবল সীমান্তে সতর্কতা বাড়ালে চলবে না। অবৈধ অভিবাসীদের কিছু আখড়ায় নজরদারি বাড়াতে হবে, যেখানে জঙ্গিরা আশ্রয় পায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত