‘পাঠ্যবইয়ে আনা পরিবর্তন কেন বেআইনি নয়’

প্রকাশ : ০৬ মার্চ ২০১৭, ১৪:৪৮

জাগরণীয়া ডেস্ক

‘প্রতিথযশা ও স্বনামধন্য’ লেখকদের লেখা বাদ দিয়ে প্রথম থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আনা পরিবর্তন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ‌্যাপক আনোয়ার হোসেন ও শিক্ষাবিদ মমতাজ জাহান এর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সৈয়দ মামুন মাহবুব ও ব্যরিস্টার মোস্তাফিজুর রহমান খান।

শিক্ষা সচিব, জাতীয় পাঠ্যপুস্তক ও কারিকুলাম বোর্ডের চেয়ারম্যান ও চার শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এই বছরের প্রথম দিন চার কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ তুলে দেয় সরকার। কিন্তু এবারের পাঠ্যপুস্তকে বিভিন্ন ভুল-ক্রটি ও বেশ কয়েকজন লেখক-কবির রচনা বাদ দেওয়ার পেছনে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকার অভিযোগ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত