সাত খুন মামলা: কার কেমন সাজা

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ১৩:৪৩

জাগরণীয়া ডেস্ক

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ মামলার ৩৫ আসামির মধ‌্যে ২৬ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। বাকি নয়জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড।

মৃত্যুদণ্ড হলো যাদের

নূর হোসেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর
তারেক সাঈদ মোহাম্মদ- র‍্যাব-১১ এর সাবেক অধিনায়ক, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল
আরিফ হোসেন- র‌্যাবের ক্যাম্প কমান্ডার, বরখাস্ত মেজর
মাসুদ রানা- র‌্যাবের ক্যাম্প কমান্ডার, বরখাস্ত লেফটেন্যান্ট কমান্ডার
এমদাদুল হক- হাবিলদার
আরিফ হোসেন- আরওজি-১
হীরা মিয়া- ল্যান্স নায়েক
বেলাল হোসেন- ল্যান্স নায়েক
আবু তৈয়ব- সিপাহি
মো. শিহাব উদ্দিন- কনস্টেবল
পুর্নেন্দু বালা- এসআই
আলী মোহাম্মদ- নূর হোসেনের সহযোগী
মিজানুর রহমান দিপু- নূর হোসেনের সহযোগী
রহম আলী- নূর হোসেনের সহযোগী
আবুল বাশার- নূর হোসেনের সহযোগী
আসাদুজ্জামান নূর- সৈনিক
মোর্তুজা জামান চার্চিল- নূর হোসেনের সহযোগী
মো. মোখলেছুর রহমান- কর্পোরাল
মহিউদ্দিন মুন্সী- সৈনিক
আল আমিন- সৈনিক
তাজুল ইসলাম- সৈনিক
এনামুল কবীর- সার্জেন্ট
সেলিম- নূর হোসেনের সহযোগী
সানাউল্লাহ ছানা- নূর হোসেনের সহযোগী
শাহজাহান- নূর হোসেনের সহযোগী
জামাল উদ্দিন- নূর হোসেনের সহযোগী

কার কেমন কারাদণ্ড

রুহুল আমিন- কর্পোরাল- ১০ বছর
বজলুর রহমান-এএসআই- ৭ বছর
নাসির উদ্দিন- হাবিলদার- ৭ বছর
আবুল কালাম আজাদ- এএসআই- ১০ বছর
নুরুজ্জামান- সৈনিক- ১০ বছর
বাবুল হাসান- কনস্টেবল- ১০ বছর
আব্দুল আলীম- সৈনিক- ১০ বছর
কামাল হোসেন- এএসআই- ১০ বছর
হাবিবুর রহমান- কনস্টেবল- ১০ বছর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত