বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে রিট

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০

জাগরণীয়া ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সুবিধা দেয়ার জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। 

৯ সেপ্টেম্বর (রবিবার) হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অনুমতি নিয়ে রিটটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী নওশাদ জমির।

রিটে স্বরাষ্ট্র সচিব, কারা মহা-পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনসহ মোট ৬ জনকে বিবাদী করা হয়েছে।

নওশাদ জমির বলেন, ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ বোর্ড গঠন এবং এখন পর্যন্ত তার চিকিৎসাসেবা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসাসেবা না দেওয়া সংবিধানের ৩২ ও ৩৫ (৫)-এর পরপন্থী এমন যুক্তিতে রিটটি করা হয়েছে বলে জানান আইনজীবী নওশাদ জমির।

খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রিট আবেদনে রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইজি (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারসহ সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে বলে জানান আইনজীবী নওশাদ জমির।

খালেদা জিয়ার পক্ষে এই রিট দাখিলকারী আইনজীবী বলেন, চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত