কিশোরগঞ্জে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ১৫:০৫

জাগরণীয়া ডেস্ক

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক দুই মাদক বিক্রেতাকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার খামা (আমতলা) গ্রামের আবদুল মান্নান (৭৩) ও তার ছেলে হানিফের স্ত্রী রাজিয়া আক্তার (৩০)। গত ৪ জুলাই (বুধবার) রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ডাদেশ দেন।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আমতলা এলাকা থেকে ঐ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করলে দুইজনকেই দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত