কিশোরগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশ : ৩০ মে ২০১৮, ১৮:৩৮

জাগরণীয়া ডেস্ক

কিশোরগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় শাহ আলম (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অপহরণের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে আরো ১৪ বছরের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

৩০ মে (বুধবার) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটালের নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম এ আফজল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক। 

আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালে ১৫ মে রাতে নয়াপাড়া এলাকায় চার বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যা করে শাহ আলম। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় শিশুটির বাবা নয়ন মিয়া বাদী হয়ে শাহ আলমকে আসামি করে  মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে শাহ আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ নিঃসন্দেহভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত