প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রেপ্তার

প্রকাশ : ২০ আগস্ট ২০১৭, ১৩:৪৪

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করার অভিযোগে মো. গোলাম সামদানী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৯ আগস্ট (শনিবার) রাতে মগবাজার ওয়ারলেস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম জানান, গ্রেপ্তার সামদানী ২০১২ সালের জুন মাস থেকে নভেম্বর-২০১৩ পর্যন্ত তার ফেসবুক প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি ফেসবুকে আপলোড করেন।

এসব ছবির কারণে গুরুত্বপূর্ণ এসব ব্যক্তিরা অসম্মানিত ও হেয় প্রতিপন্ন হওয়ায় সম্প্রতি রমনা মডেল থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে ১৯ আগস্ট (শনিবার) রাতে ওয়ারলেস মোড়ের পাশে গোমতী আয়েশা ভিলার সামনে থেকে গোলাম সামদানীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিসি নাজমুল আলম।

মামলায় অভিযুক্ত সামদানির বড় ভাই মো. গোলাম মোর্শেদ ওরফে হিমুকে গ্রেপ্তারেও অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত