কুড়িগ্রামে ৫৮টি নারী স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক অনুদান

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৮, ১১:০৯

জাগরণীয়া ডেস্ক

কুড়িগ্রামের ৫৮টি নারী স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা নারী বিষয়ক অধিদপ্তর।

১৫ নভেম্বর (বৃহস্পতিবার) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসকল আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসকল উদ্যোগী নারী স্বেচ্ছাসেবী সংগঠনের কল্যানে প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন অসংখ্য গ্রামীন নারী। সমবায় ভিত্তিতে চালানো এসব সংগঠনে নারীরা সেলাই, কুটির শিল্প, হাঁস-মুরগী ও গবাধি পশু পালনের মধ্য দিয়ে স্বচ্ছলতার মুখ দেখছেন নারীরা।

অনুষ্ঠানে ১০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফার ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা নারী বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার বক্তব্য রাখেন।

সূত্র: বাসস​

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত