শীঘ্রই প্রাথমিকে ৬ হাজার শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ২০:০৮

জাগরণীয়া ডেস্ক

শীঘ্রই প্রাথমিকে প্রায় ৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এরই মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৪ জানুয়ারি (রবিবার) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান​ একথা বলেন।

মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রায় ১৫শ টি বিদ্যালয়হীন গ্রামে যেসব বিদ্যালয় স্থাপন করা হয়েছে সেসব স্কুলগুলোতে মামলা থাকার কারণে শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হয়নি। খুব শীঘ্রই এসব স্কুলে ৪ জন করে প্রায় ৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার কাজটি চূড়ান্ত করা হবে।

চট্টগ্রামের সংসদ সদস্য সামসুল হক চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চর ও হাওড় অঞ্চলে কিছু বিদ্যালয়হীন গ্রাম রয়েছে। এছাড়া সারা দেশে বিদ্যালয়হীন গ্রাম আর নেই। এসব গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রায় ১ হাজার বিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এছাড়া চাহিদার ভিত্তিতে সারাদেশে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ৬৫ হাজার ক্লাসরুম করা হবে বলে জানান তিনি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত