যুক্তরাষ্ট্রে ৭ বাংলাদেশি নারীকে সংবর্ধনা

প্রকাশ : ০৭ জুন ২০১৬, ১৬:৪৭

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রে বসবাসরত সাত বাংলাদেশি নারীকে সংবর্ধনা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘প্রিয়বাংলা’। ৫ জুন (রোববার) ভার্জিনিয়ায় এই সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখায় সংবর্ধিত হয়েছেন তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘পিপল এন টেক’ প্রেসিডেন্ট ফারহানা হানিফ, উন্নয়নসংস্থা ‘আগামী’র ওয়াশিংটন ডিসি চ্যাপ্টারের সভাপতি ফারজানা ক্লারা গ্রাহাম, ‘ফরোওয়ার্ড হোপ’ এর প্রধান ও মানবাধিকারকর্মী রেহানা পারভিন, শিক্ষক বীথিকা বোস, মনোচিকিৎসক মরিয়ম পারভিন, ওয়াশিংটনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহনাজ ফারুক ও নৃত্যপরিচালক বনানী চৌধুরী।  

সংবর্ধনার পর গীতিনাট্য ‘প্রবাসের ইতিকথা’ মঞ্চস্থ হয়। মিজানুর রহমান খানের চিত্রনাট্য, অ্যান্থনি পিউ গোমেজ ও ডেমিয়ান ডায়াসের সম্পাদনায় নাটকটি পরিচালনা করেন মাহফুজুর রহমান ও প্রিয়লাল কর্মকার। এতে পারফর্ম করেন মাহফুজুর রহমান, এ কে এম আসাদুজ্জামান, সুদীপ্তি বড়ুয়া, মোহাম্মদ সিদ্দিক, রুমি মনসুর, অ্যান্থনি পিউ গোমেজ, আবু সরকার, আনোয়ার আনসারী, পূর্ণ কর্মকার ও অরোরা কর্মকার।নৃত্য পরিচালনায় ছিলেন এলিসা গোমেজ, কাউন্টেস উইনফ্রি, সিন্থিয়া গোমেজ, ফারিহা তাজনিন ও জিশান হোসেন, লুবাবা রহমান, মেহেদি হাসান, গেন্থারিয়া রোজারিও।

অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী আশিক রহমান, ‘পিপল এন টেক’ এর প্রধান নির্বাহী প্রকৌশলী আবু বকর হানিফ, ই-লার্নিং বইয়ের লেখক ড. বদরুল হুদা খান ও ফোবানা সম্মেলন 

২০১৬-র আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত