বর্ষসেরা নবীন কণ্ঠশিল্পী শবনম
প্রকাশ : ০৪ মার্চ ২০১৭, ০১:৩৯
ভারতের জনপ্রিয় রেডিও চ্যানেল রেডিও মির্চির পক্ষ থেকে আয়োজিত মির্চি মিউজিক অ্যাওয়ার্ড-বাংলা ২০১৭ তে বর্ষসেরা নবীন গায়িকার পুরষ্কার অর্জন করেছেন কলকাতার দীর্ঘদিনের সাংস্কৃতিক আন্দোলনের কর্মী ও সঙ্গীতশিল্পী শবনম সুরিতা ওরফে ডানা।
শোভন তরফদার পরিচালিত 'সেলফি' সিনেমাতে 'রাখিতে নারিলি প্রেমজল' গান এর জন্য ৩ মার্চ, শুক্রবার এই পুরষ্কার দেয়া হলো তাকে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এই পুরষ্কারের জন্য মনোনীত হন ডানা।
এই পুরষ্কার প্রাপ্তির বিষয়ে অনুভূতি জানাতে গিয়ে ডানা বলেন, "এটা আমার সঙ্গীত জীবনের প্রথম নমিনেশন এবং পুরষ্কার প্রাপ্তি। সুতরাং স্বাভাবিকভাবেই আমি আপ্লুত, উত্তেজিত। তবে এই পুরষ্কার প্রাপ্তিতে আমার একার কোন কৃতিত্ব নেই। সঙ্গীত পরিচালক কালিকাপ্রসাদ ভট্টাচার্য, চলচ্চিত্র পরিচালক শোভন তরফদার থেকে শুরু করে সাউন্ড ডিজাইনার প্রত্যেকের এখানে অবদান, পরিশ্রম আছে। এই পুরষ্কারের গায়ে নামটুকুই শুধু আমার, কাজটা সকলের"।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ডানা বলেন, "বর্তমানে একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের রেকর্ডিং এর কাজ করছি। এই মাসের শেষে দেশের বাইরে চলে যাবো। যাবার আগেই রেকর্ডিং এর কাজ শেষ করে যাবো। মে মাসে অ্যালবামটা মুক্তি পাবে আশা করছি। আটটা গান থাকবে অ্যালবামে। শ্রোতাদের ভালো লাগবে এটাই আশা"।
ডানার গাওয়া গানটি সহ সেলফি সিনেমার সবগুলো গান শুনতে পারবেন এখানে।