কব্জি নেই, তবু হাতের লেখায় সেরা

প্রকাশ : ০৮ মে ২০১৬, ১৩:০০

জাগরণীয়া ডেস্ক

জন্ম থেকেই দুই হাতের কব্জি নেই মেয়েটির। তারপরও যুক্তরাষ্ট্রের জাতীয় হাতের লেখা প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে সেরা হাতের লেখার পুরস্কার জিতে নিয়েছে সাত বছর বয়সী এই বালিকা। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভার্জিনিয়ার চ্যাসেপিকের বাসিন্দা আনাইয়া এলিক কোনো কৃত্রিম কব্জি ব্যবহার করে না; বরং সে দুই বাহু দিয়ে পেন্সিল চেপে ধরে লেখে। প্রতিযোগিতায় ‘স্পেশাল-নিডস’ ক্যাটাগরিতে ৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতে নেয় সে।

গ্রিনব্রিয়ের ক্রিস্টিয়ান অ্যাকাডেমির শিক্ষার্থী এলিককে অন্যদের জন্য ‘অনুপ্রেরণা’ বলে আখ্যায়িত করেছেন স্কুলের অধ্যক্ষ ট্রাসি কক্স।

তিনি বলেন, “সে যেটা করবে বলে ঠিক করে, সেটা সে অবশ্যই করে দেখায়। সে খুবই কঠোর পরিশ্রমী। তার শ্রেণীতে যাদের হাতের লেখা সবচেয়ে সুন্দর সে তাদের মধ্যে একজন।”

প্রতিযোগিতার পরিচালক ক্যাথলিন রাইট এবিসি নিউজকে বলেন, “যাদের হাত আছে তাদের হাতের লেখার সঙ্গে তার লেখার তুলনা করা যায়।”

উল্লেখ্য, বুদ্ধি, শারীরিক ও বিকাশগত প্রতিবন্ধিদের ক্যাটাগরিতে অংশ নিয়েছিল এলিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত