এভারেস্ট জয়ের স্বপ্ন ৫ নারীর চোখে
প্রকাশ : ১৭ জুলাই ২০১৬, ১৫:০৯
আগামী পাচঁ বছরের মধ্যে এভারেস্ট জয় করতে চান দেশের ৫ জন নারী। আর এ জন্য ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেইনিয়ারিংয়ে ২৮ দিনের মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণও গ্রহন করেছে এই ৫ অভিযাত্রী। ‘বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স’ নামে এ প্রশিক্ষণটি শুধুই মেয়েদের জন্য।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরেই হিমালয়ের কোনো এক শিখর ছোয়ার অভিযানে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। এ কাজের জন্য স্পন্সর করেছে ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন।
শনিবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) চার সদস্য ইফফাত ফারহানা, ফৌজিয়া আহমেদ, শায়লা পারভীন ও বিবি খাদিজা সংবাদ সম্মেলন তাদের এ প্রতিক্রিয়া প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যাডকম’র চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার এবং অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি এম এ মুহিত সভায় সভাপতিত্ব করেন।