নারী ফুটবলারদের জন্য এবার ৮টি গাড়ি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৮

জাগরণীয়া ডেস্ক

অতীতের ঘটনা থেকে শিক্ষা নিল বাফুফে। অনুর্ধ্ব-১৬ ফুটবলারদের ঢাকায় আনতে মাইক্রোবাস ও কার মিলে মোট ৮টি গাড়ির ব্যবস্থা করেছে ফেডারেশন।

২৩ নারী ফুটবলারকে ঢাকায় আনতে প্রায় এক লাখ টাকা খরচ করতে হচ্ছে। যদিও অনেকটা আর্থিক টানাপোড়েনে আছে বাফুফে তারপরও নতুন করে যাতে আর অনাকাঙ্খিত ঘটনা না ঘটে তার জন্য সতর্ক ফুটবল ফেডারেশন। 

এ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, যেটা ঘটেছে তা সবাই ভুলে গেলেই মঙ্গল। আমরা সতর্ক। আমরা মেয়েদের জন্য গাড়ি পাঠিয়েছি। ওদের সঙ্গে ওদের অবিভাবকরাও আসবেন। সব খরচই আমরা বহন করছি। আমরা এখন সামনে এগুতে চাই।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাফুফের ভাড়া করা গাড়ীতে নিজেদের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারা। আগামী বছর অনুষ্ঠেয় মূল পর্বে ভালো করার জন্য অনুর্ধ্ব-১৬ নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প শুরু হবে শুক্রবার থেকে।

বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন নারী ফুটবলাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত