বিশ্বকাপে ইংল্যান্ডের কাছেও হারলেন টাইগ্রেসরা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৩:৪৭

জাগরণীয়া ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ।

১৩ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সময় ভোরে সেন্ট লুসিয়ায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে ইংলিশদের কাছে ৭ উইকেটে হেরেছে সালমারা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৭৬ রান তুলেন তারা। ৫২ বলে ৩৯ রান করেন আয়েশা। আর কেউই তেমন দাঁড়াতে পারেননি। জবাব দিতে নেমে ৫১ রান তুলতে ইংলিশদের চলে যায় তিন উইকেট। কিছুক্ষণ পর বৃষ্টি নামলে ইংলিশদের জয়ের সম্ভাবনা বেড়ে যায়। শেষ পর্যন্ত দলটির খেলতে হয় ৯.৩ ওভার। বৃষ্টি আইনে ৬৪ রান তুলে এর মধ্যেই জয় নিশ্চিত করে।

সালমা খাতুন তিন ওভার বল করে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন। অন্য উইকেটটি খাদিজা তুল কুবরার।

আগামী ১৪ নভেম্বর গ্রুপ পর্বের বাংলাদেশের পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত