প্রথম ম্যাচে নিউগিনিকে উড়িয়ে দিলো বাংলার বাঘিনীরা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ১৭:১২
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম মাচে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
৭ জুলাই (শনিবার) নেদারল্যান্ডসের আমস্টলভেনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে বাংলাদেশ ক্যাপ্টেন সালমা খাতুন আগে ব্যাটিংয়ে পাঠায় নিউগিনিকে। বাংলাদেশের বোলিং দৌরাত্বে দিশেহারা পাপুয়া নিউগিনি ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে টেনেটুনে ৮৪ রান করে। এর মধ্যে পান্না ২, জাহানারা, সালমা, ফাহিমা আর রুমানা আহমেদ নেন ১টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার শামিমা সুলতানা করেন ৩৬ বলে ৩৫ রান। আয়শা রহমান করেন ১৫ রান। এই দুই ওপেনারের বিদায়ের পর ফারজানা হকের ১৭ আর নিগার সুলতানার ১১ রানে ভর করে ১৪.৫ ওভারে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল।
গত ০৫ জুলাই (বৃহস্পতিবার) বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিলো ৯ উইকেটে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সালমা খাতুনদের লাল-সবুজ দল।