শুরু হচ্ছে ওম্যান আইপিএল

প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৯:৫২

জাগরণীয়া ডেস্ক

বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আইপিএল এর আসর খুলছে নারী ক্রিকেটারদের জন্য। 

আগামি ২২ মে অনুষ্ঠিত হচ্ছে মেয়েদের পরীক্ষামূলক টি-২০ এর প্রথম ম্যাচ। প্রতিপক্ষ দুই দলের নাম দেওয়া হয়েছে আইপিএল ট্রেলব্লেজার্স ও আইপিএল সুভারনোভা। দুই দলে ১৩ জন করে মোট ২৬ জন ক্রিকেটার রয়েছেন। যার মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে রয়েছে মোট ১০জন নারী ক্রিকেটার।

আইপিএল ট্রেলব্লেজার্স : স্মৃতি মন্ধানা (অধিনায়ক), আলিশা হিলি (উইকেটকিপার), দীপ্তি শর্মা, জেমেইমা রদগ্রিগেজ, ড্যানিয়েল হ্যাজেল, শিখা পাণ্ডিয়া ঝুলন গোস্বামী, একতা বিস্তা, পুনম যাদব, ডায়ানাল হেমালতা, সুজি বাতেস, বেথ মানি এবং লিয়া তাহুহু।

আইপিএল সুপারনোভা : হরমনপ্রীত কাউর (অধিনায়ক), ড্যানিয়েল ওয়াট, মিতালি রাজ, মেগ ল্যানিং, সোফিয়ে ডিভাইন, এলিস পেরি, ভেদা কৃষ্ণামূর্তি, মোনা মেসরাম, পূজা ভাস্ত্রাকর, মেগান স্কুট, রাজেস্বরী গায়কোয়াড়, অনুজা পাতিল, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার)।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত