তহুরার হ্যাটট্রিকে উড়ে গেল নেপাল
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৭, ০০:২০
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ফরোয়ার্ড তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করল গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা।
১৭ ডিসেম্বর (রবিবার) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় পেলো স্বাগতিক বাংলাদেশ।
প্রথমার্ধে ৪৫ মিনিটেই ৪-০ গোল এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আরো ২ টি গোল করে ৬-০ ব্যবধানে জয়ী হয় মারিয়া বাহিনী।
ফরোয়ার্ড তহুরা খাতুন হ্যাটট্রি করেন, ফরোয়ার্ড আনুচিং মগিনির করেন জোড়া গোল এবং একটি আত্মঘাতী গোল নিয়ে মোট ৬ গোল করেন স্বাগতিক বাংলাদেশ।
স্বাগতিক ডিফেন্ডারদের একবারও পরীক্ষা দিতে হয়নি নিজেদের সামর্থ্যের। গোলরক্ষক মাহমুদা আখতারকেও মাঝে মাঝে দেখা গেল মাঝ মাঠে এসে দাঁড়িয়ে থাকতে!
দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।