‘পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ’

প্রকাশ : ২২ জুন ২০১৬, ১১:৩৯

জাগরণীয়া ডেস্ক

পৃথিবী সৃষ্টির পর থেকে সম্প্রসারিত হচ্ছে প্রতিনিয়ত। তেমনি সম্প্রসারিত হয়ে গিয়ে একটি মহাবিস্ফোরণে পৃথিবীর বুক থেকে যে ভাবে শেষ হয়ে হয়েছিল ডাইনোসর-যুগ, ঠিক তেমনই আরেকটি মহাবিস্ফোরণের ফলে এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে মানুষ। নতুন এক গবেষণা থেকে এ রকমই আভাস পাওয়া যাচ্ছে।

সায়েন্স অ্যাডভান্সেস নামের জার্নালে প্রকাশিত ওই গবেষণা পত্র থেকে জানাগেছে, কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করা হলেও, স্বাভাবিকের চেয়ে ১০০ গুণ বেশি দ্রুততার সঙ্গে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে জীব-প্রজাতি।

‘স্ট্যানফোর্ড উডস ইনস্টিটিউট ফর দ্য এনভায়রনমেন্ট’-এর ফেলো পল এরলিচ জানান, এ পর্যন্ত পৃথিবীতে পাঁচবার মহাপ্রলয় ঘটেছে। শেষবার হয়েছিল ৬.৬ কোটি বছর আগে, ওই সময় ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। বর্তমানে ষষ্ঠ মহাপ্রলয়ের যুগে পৃথিবী ঢুকে পড়েছে।

তাদের আশঙ্কা, আসন্ন এই মহাপ্রলয়ে মানুষই বিলুপ্ত হয়ে যেতে পারে। আর তেমন হলে তা ফিরে পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক লক্ষ বছর। বেশিরভাগ বিশেষজ্ঞই একমত যে ডাইনোসর-যুগে জীবজগতের অবলুপ্তি যে হারে হত, এখন তার চেয়ে অনেক বেশি দ্রুত হারে অবলুপ্তি হচ্ছে। যদিও, এই তত্ত্বের বিরোধিতা করেছেন কোনও কোনও বিজ্ঞানী। তাঁদের মতে, পূর্ব ধারণায় সংকটকে অনেক বড় করে দেখানো হয়েছে।

নতুন সমীক্ষায় বলা হয়েছে, আসন্ন মহাপ্রলয়ে উভচর শ্রেণির ৪১ শতাংশ এবং সমগ্র প্রাণিকুলের ২৬ শতাংশ স্তন্যপায়ী প্রাণী হারিয়ে যাবে। এই তালিকায় মানুষের নাম উপরের তালিকায়ই রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত