পানির ময়লা ঠেকাবে বিকিনি!

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৮:৩৬

জাগরণীয়া ডেস্ক

সাঁতার কাটার খুব ইচ্ছে আপনার। কিন্তু সংক্রমণের ভয়ে সাহস পাচ্ছেন না। আর চিন্তা নেই। বিকিনি পরে নামুন। গায়ে একটুও ময়লা লাগবে না। স্রেফ বিকিনিতেই পরিষ্কার হবে পানির নোংরা!

সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক দল গবেষকের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এক বিশেষ ধরনের থ্রি-ডি প্রিন্টেড বিকিনি পরে পানিতে সাঁতার কাটতে নামলে নাকি পানির কোনো ময়লা গায়ে লাগবে না। 

বোর্নস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মিহরি ওজকান জানিয়েছেন, ‘‘খুব ভাল মেটিরিয়ালে তৈরি এই বিকিনি পরিবেশের জন্য একেবারেই ক্ষতিকর নয়। তবে তৈরি করাটা বেশ খরচসাপেক্ষ।’’ চার বছর আগে এই বিশেষ ধরনের বিকিনি তৈরির প্রস্তুতি শুরু হয়। অবশেষে সাফল্য এল বলেই দাবি গবেষকদের।

এই সুইম স্যুট পরে সাঁতার কাটলে জলে মিশে থাকা যে কোনও ধরনের ময়লা ও তেল পিউরিফাই হয়ে যায়৷ এটি যেমন জল শুষে নিতে পারে, ঠিক তেমনই যে কোন ধরনের সংক্রমণ আটকাতে পারে৷ আবার কয়েকবার ব্যবহারের পর প্যাডও বদলে ফেলতে পারেন নারীরা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত