গোয়েন্দাগিরি করছে ফেসবুক!

প্রকাশ : ২৫ মে ২০১৬, ২১:০০

জাগরণীয়া ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম যে ফেসবুক এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বব্যাপী এই জনপ্রিয় মাধ্যমটি আপনার অজান্তে আপনার ওপর গোয়েন্দাগিরি করছে। সম্প্রতি বেলজিয়ামের প্রাইভেসি কমিশন (বিপিসি) ফেসবুকের দিকে এমনই অভিযোগের আঙ্গুল তুলেছে।

সংস্থাটির অভিযোগ, ফেসবুক নাসার মত ব্যবহারকারীদের ওপর গোয়েন্দাগিরির করছে।

বিপিসির প্রতিনিধি ফ্রেডিরিক ডুবুসেরের মতে, নাসা হুইসেলব্লোয়ারের মাধ্যমে সারা বিশ্বের মানুষের ওপর গোয়েন্দাগিরি করে। এই খবর যখন প্রকাশ পেয়েছিল সবাই হতাশ হয়েছিল। ফেসবুকও ভিন্ন উপায়ে সেই একই কাজ করছে।

বিপিসি জানায়, সারা ইউরোপ ও বেলজিয়ামের প্রাইভেসি আইনের বিরুদ্ধে কাজ করছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। প্রমাণ হিসেবে সংস্থাটি আরও জানায়, অব্যবহারকারী হয়েও যারা বিজ্ঞাপনের কারণে ফেসবুকে যুক্ত হয়েছিল, পরবর্তীতে তাদের ওপর গোয়েন্দাগিরি করেছে ফেসবুক। এ জন্য ফেসবুককে প্রতিদিন আড়াই লাখ ডলার জরিমানা করা উচিৎ বলেও হুমকি দিয়েছে বিপিসি।

তবে বিপিসির এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ফেসবুকের প্রতিনিধি পল লেফেবরে। তার মতে, বিপিসি যে প্রতিবেদন বা অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ ফেসবুক এ ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত