ড্রোন ধরতে জ্যামিং সিস্টেম (ভিডিও)

প্রকাশ : ২৫ মে ২০১৬, ২০:৫৫

জাগরণীয়া ডেস্ক

বর্তমানে সময়ে বেশ জোরেশোরেই ড্রোনের উত্থান ঘটেছে। গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত হচ্ছে ড্রোন। ড্রোনের যথেচ্ছা ব্যবহার ঠেকাতে যুক্তরাজ্য নতুন যন্ত্র আবিস্কার করেছে। এই যন্ত্র দিয়ে উড়ন্ত ড্রোনের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব। 

এই যন্ত্রের নাম দেয়া হয়েছে ‘এন্ট্রি ইউএভি ডিফেন্স সিস্টেম’। যৌথভাবে এটি তৈরি করেছে বিলাইটার সার্ভিলেন্স সিস্টেম, চেস ডায়নামিক এবং এন্টারপ্রাইজ কন্ট্রোল সিস্টেমস লিমিটেড। 

এই যন্ত্রে আছে রাডার, ইলেক্টো অপটিক্যাল ক্যামেরা এবং জ্যামিং সিস্টেম। যা দিয়ে উড়ন্ত রোবটকে পথভ্রষ্ট করে দেয়া যাবে। 

এটির উদ্ভাবনকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এই যন্ত্রের রাডারে সহায়তায় আকাশে উড়ন্ত ড্রোন শনাক্ত করা হয়। এরপর এটি ক্যামেরার রেঞ্জের মধ্যে এলে এটিকে খুঁজে বেরা করা হয়। 

শেষে জ্যামিং ডিভাইসের মাধ্যমে এটির সিগন্যাল জ্যাম করে দেয়া হয়। ফলে ড্রোনটির নিয়ন্ত্রণকারীরারা এটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। 

যন্ত্রটিতে আছে তিনটি অ্যান্টেনা। যা দিয়ে ড্রোনের ওপর রেডিও সিগন্যাল নিক্ষেপ করা হয়। এতে করে ড্রোনের নিয়ন্ত্রণকারীদের সিগন্যাল হারিয়ে যায়। তখন তারা ড্রোনটির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। ফলে ড্রোনটি ভূমিতে ক্র্যাশ করে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে যন্ত্রটির মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে।

যন্ত্রটি দিয়ে আকাশে উড়ন্ত পাঁচ মাইল দূরের ড্রোন শনাক্ত করা সম্ভব। মাত্র ১৫ স্কোয়ার ইঞ্চির ড্রোনও এটি দিয়ে শনাক্ত করে পথভ্রষ্ট করে দেয়া যায়। তবে যন্ত্রটি দিয়ে কেবলমাত্র ছোট আকারের ড্রোনের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব। সেনাবাহিনীতে ব্যবহৃত বড় আয়তনের ড্রোনের বেলায় যন্ত্রটি কাজ করবে না। 

উদ্ভাবনকারীরা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে ড্রোনের মাধ্যমে সন্ত্রাসী হামলা ঠেকাতে এই ধরণের যন্ত্র ব্যবহার করা হবে। যন্ত্রটি দিয়ে গতকাল একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত