পার্কিং সমস্যার সমাধানে 'নাগরদোলা পদ্ধতি' (ভিডিও)

প্রকাশ : ২৫ মে ২০১৬, ২০:৫২

জাগরণীয়া ডেস্ক

গাড়ি পার্কিং সমস্যা বিশ্বের ছোট বড় সব দেশেই রয়েছে। সস্তা-দামী, নতুন-পুরাতন গাড়ি তো কেনা হচ্ছে, চড়া হচ্ছে। কিন্তু সেটা রাখা হবে কোথায়? অফিসে কিংবা শপিং মলে বা অন্য কোনও কাজে গেলে গাড়ি রাখাটা দিনদিন কঠিন কাজ হয়ে যাচ্ছে। টাকা দিয়েও এই সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যাটা কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, মুম্বাই থেকে মিউনিখ, দিল্লি থেকে দুবাই সবখানেই রয়েছে। 

পার্কোম্যাট থেকে স্মার্ট পার্কিং সিস্টেম। নানাভাবে চেষ্টা করা হচ্ছে অল্প জায়গায় অনেক গাড়ি রেখে পার্কিং সমস্যা সমাধানের। এমনই এক সমাধান হল নাগরদোলা পদ্ধতি। 

নাগরদোলায় ওঠা-নামার সময় ঠিক যেরকম করা হয়, গাড়ি পার্কিংয়ের জন্যও ঠিক একই পদ্ধতিতে নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত