নারী উদ্যোক্তাদের জন্য গৃহবধূ ডট কম
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ২৩:৩৩
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত ই-কমার্স মার্কেটপ্লেস গৃহবধূ ডট কম (Grihobodhu.com) চালু হয়েছে। গৃহবধূর কর্ণধার সাহেদা তাজনিয়া বলেন, শুধু নারী উদ্যোক্তাদের পণ্য ও সেবা নিয়ে তাদের ই-কমার্স প্ল্যাটফর্মটি কাজ করছে। তবে নারী কিংবা পুরুষ যেকেউ গৃহবধূ থেকে পণ্য কিনতে পারবেন। উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে নিতেই প্ল্যাটফর্মটি চালু করেছেন বলে তিনি জানান।
গৃহবধূ মার্কেটপ্লেসে নারী বিক্রেতারা মার্চেন্ট হিসেবে নিবন্ধন করতে পারবেন। দেশের যেকোনও প্রান্ত থেকে গৃহবধূর মার্চেন্টরা নিজেদের পণ্য নিজেরাই ওয়েবসাইটে সহজে আপলোড দিতে পারবেন। নারী উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠানের নামে এখানে পণ্য বিক্রি করতে পারবেন। তবে গৃহবধূর পণ্য বা সেবা দেশে কিংবা বিদেশ থেকেও অর্ডার করা যাবে।
লাইফস্টাইল ও দৈনন্দিন জীবনযাপনের রকমারি পণ্য ও সেবা থাকছে এই সাইটে। -বিজ্ঞপ্তি