যান্ত্রিক ত্রুটিতে বিশ্বজুড়ে ডাউন ছিল ফেসবুক

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৪:০৩

জাগরণীয়া ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন দেশে কিছুক্ষণের জন্য ডাউন ছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বাংলাদেশ সময় গত ৩ আগস্ট (শুক্রবার) রাত ১০টা ১২ মিনিট থেকে ৬ মিনিটের জন্য এ সমস্যা দেখা যায়। এরপরই আবার ঠিক হয়ে যায়। এসময় বাংলাদেশে ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা।

ফেসবুক ব্যবহাকারীরা জানিয়েছেন, ফেসবুক ডাউন হওয়ার ওই সময়টায় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তারা কিছুই করতে পারেন নি। ভিডিও দেখা থেকে শুরু করে ছবি, এমনকি কোনও কোনও ক্ষেত্রে স্ট্যাটাসও পড়া যাচ্ছিল না। এ সময় অনেকেই আইডি ঝুঁকির বিষয়টি মাথায় এনেছেন। আবার কেউ কেউ ভেবেছেন সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হতে পারে।

ব্যবহারকারীরা লগ-ইন থাকলেও ‘সরি সামথিং ওয়েন্ট রং’, ‘দ‍্য পেইজ নট রিচ’ ও সাদা পেইজ প্রদর্শিত হয়। এছাড়া মেসেজ অপশন ক্লিক করলে সাদা পেইজ প্রদর্শিত হয়।

ফেসবুকের এক মুখপাত্র ব্রিটিশ দৈনিক দ্য সানকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এশিয়া মহাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ব্রাজিলে ফেসবুক ব্যবহারে সমস্যার মুখে পড়ে ব্যবহারকারীরা। তবে কিছুক্ষণ পরই তা ঠিক হয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত