ঢাকায় বন্ধ থাকবে সকল ইন্টারনেট সংযোগ

প্রকাশ : ০১ আগস্ট ২০১৬, ১৭:৩৭

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে স্বল্প সময়ের জন্য ইন্টারনেট বন্ধ থাকবে। সম্প্রতি গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলার মত বিশেষ পরিস্থিতিতে জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধে ইন্টারনেট সেবা তাৎক্ষণিক বন্ধ করে দেওয়ার মহড়ার কারণে ইন্টারনেট বন্ধ রাখবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী সোমবার (০১ আগস্ট) বিকেল থেকে মধ্য রাতের মধ্যে বিভিন্ন সময়ে স্বল্প সময়ের জন্য এই মহড়া হবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, “সোমবার বিকেল থেকে মধ্য রাত অবধি ঢাকার কোনো কোনো এলাকা এ মহড়ার আওতায় আসবে। তবে এলাকার নাম বলা যাচ্ছে না।এই মহড়া ১৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে।”

মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে তারযুক্ত ইন্টারনেটসহ (ফিক্সড ব্রডব্র্যান্ড) সব ধরনের ইন্টারনেট সেবা এই মহড়ার অন্তর্ভুক্ত হবে জানিয়ে বিটিআরসি প্রধান বলেন, “”

যে সব এলাকার ইন্টারনেট বন্ধ থাকবে সেসব এলাকার গ্রাহকদের আগে থেকে জানানো হবে কিনা বা এভাবে সেবা বন্ধ রাখলে গ্রাহক স্বার্থ লঙ্ঘিত হবে কিনা- এমন প্রশ্নে শাহজাহান মাহমুদ বলেন, “আগে থেকে জানানো সম্ভব হচ্ছে না, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র কিছু সমস্যা তো মেনে নিতেই হবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত