ইমার্জেন্সি বাটন আনছে উবার
প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৭:২২
জাগরণীয়া ডেস্ক
অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবারের নিরাপত্তা প্রক্রিয়া উন্নত করতে বেশ কিছু পরিবর্তনের অংশ হিসেবে যোগ করা হচ্ছে ‘প্যানিক’ বাটন।
বিদেশে বেশ কয়েকটি যৌন হয়রানি ও নারী নির্যাতনের ঘটনায় এ পরিবর্তন এনেছে উবার। উবারের গাড়িতে করে যাতায়াতের সময় যে কেউ বিপদে পড়লে বা বিপদের আশঙ্কা দেখলে অ্যাপ থেকে ‘প্যানিক বাটন’ চাপতে পারবেন। এ বাটনটি চাপলেই পুলিশকে গ্রাহকের অবস্থান জানানো হবে।
আপাতত শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নতুন ফিচারগুলো চালু করছে উবার। অন্যান্য দেশে কবে নাগাদ এগুলো চালু করা হবে তা স্পষ্টভাবে বলা হয়নি।